শামসুদ্দিনে প্রথমবার প্লাজমা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২০
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৭:৫১ অপরাহ্ন



শামসুদ্দিনে প্রথমবার প্লাজমা প্রয়োগ

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীর (৭০) শরীরে পরীক্ষামূলকভাবে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই প্রথম করোনা আক্রান্ত কারো শরীরে প্লাজমা প্রয়োগ করা হলো। প্লাজমা দেওয়া রোগীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক জন্মেজয় দত্ত। তিনি বলেন, ‘আজ বুধবার (১৭ জুন) হাসপাতালে এক নারীর শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। করোনা আক্রান্ত থেকে সেরে ওঠা খলিলুর রহমান (৩৪) নামের এক ব্যক্তির শরীর থেকে 'বি পজেটিভ' গ্রুপ রক্তের প্লাজমা সংগ্রহ করা হয়। প্লাজমা দেওয়া ব্যক্তি সিলেটের বাসিন্দা হলেও তিনি চাকরিসূত্রে ঢাকায় থাকেন। ঢাকায় থাকাকালে তিনি করোনা আক্রান্ত হন। প্রায় চার সপ্তাহ আগে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। আজ সকালে তাঁর শরীর থেকে মাউন্ট এডোরা হাসপাতালের সহায়তায় প্লাজমা সংগ্রহ করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্লাজমা সংগ্রহের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন তা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেই। সে জন্য বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার সহযোগিতায় আজ সকালে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা খলিলুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে বেলা একটার দিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই নারীর শরীরে প্রয়োগ করা হয়। বেলা দুইটার দিকে প্লাজমা দেওয়া শেষ হয়।’

জন্মেজয় দত্ত বলেন, ‘আক্রান্ত নারীর পরিবার প্লাজমাদাতা জোগাড় করেছেন। আমরা প্রথমবারের মতো আক্রান্ত কারো শরীরে প্লাজমা প্রয়োগ করলাম। ওই নারীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খলিলুর রহমান নামের ওই ব্যক্তির শরীর থেকে দুই ব্যাগ প্লাজমা সংগ্রহ করা হয়েছে। এক ব্যাগ নারীর শরীরে প্রয়োগ করা হয়েছে। অন্যটি সংগ্রহ করে রাখা হয়েছে। প্রয়োজন হলে সেটিও প্রয়োগ করা হবে। অথবা অন্য কাউকে প্রয়োগ করা হবে।’

হাসপাতাল সূত্রে জানা যায় , গত ৮ জুন ওই নারীর করোনা শনাক্ত হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত নারীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। তাঁকে আইসিইউতে ভর্তি করার চিন্তাভাবনা করা হচ্ছিল। 

এনএইচ/এনপি-০৫