কামরানের মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২০
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৭:২৭ অপরাহ্ন



কামরানের মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের মাগফেরাত কামনায় সিলেটে জেলা আওয়ামী লীগের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৭ জুন) বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের উদ্যোগে তালতলায় সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,  সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, শাহ মো. ফরিদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন পিপি, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, অ্যাডভোকেট আজমল আলী, শমসের জামাল, মো. জাহিদ খান সায়েক, মজির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, শুয়েব আহমদ, ছাত্রলীগ নেতা আহমদ হোসেন খান প্রমুখ।

দোয়া মাহফিলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত সকলের আরোগ্য কামনা করা হয়। দোয়া পরিচালানা করেন মাওলানা ফয়ছল আহমদ।

এছাড়া জেলা আওয়ামী লীগের আওতাধীন সকল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন মন্দির ও গির্জা এবং পেগুডায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরসি-১৯