সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২৫
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৫
০২:৩৭ পূর্বাহ্ন
কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘মানুষ এখন ডিজিটাল মাধ্যমেই বেশি ঝুঁকছেন। সেটি চিন্তা থেকে বড় পরিসরে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া যাত্রা একটি সময়পযোগী ও দূরদর্শী পদক্ষেপ। এটি দেশের অন্যতম শীর্ষ দৈনিককে আরো এগিয়ে দেবে।’ সিলেটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
মঙ্গলবার (১ জুলাই) সিলেট নগরের জিন্দাবাজারে নজরুল একাডেমিতে আয়োজন করা হয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে বেলা আড়াইটায় নগরের রায়নগর রাজবাড়ি এলাকায় রায়নগরে সরকারি শিশু নিবাসের শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়।
দুপুর ১২টায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফর, এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন সাহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সাধারণ শাকিব আহমদ মিঠু, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট সিটির সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেটের ডাকের ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক আশকার আমীন রাব্বি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমদ রনি, সদস্য সচিব এইচ এম শহিদুল ইসলাম, ইমজার সাবেক সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিলেট ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি ফরিদ আহমদ, নিউজ টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, কোম্পানীগঞ্জ ক্লাবের সভাপতি আবুল হোসেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর কবির আহমদ, মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান, মৌলভীবাজার প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ, সুনামগঞ্জ প্রতিনিধি সৈয়দ আহমেদ সবুজ , জকিগঞ্জ প্রতিনিধি আজাদুর রহমান প্রমুখ।