চিকিৎসককে হত্যার প্রতিবাদে ওসমানীতে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২০
০২:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০২:২৯ অপরাহ্ন



চিকিৎসককে হত্যার প্রতিবাদে ওসমানীতে মানববন্ধন

খুলনার বাগেরহাটে ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রাকিব খানকে হত্যার প্রতিবাদে সিলেটে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড-লেভেল চিকিৎসকদের উদ্যোগে এই মানবন্ধন আয়োজিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) ওসমানী হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারি বক্তারা বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা নিন্দনীয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানাই।

বক্তারা আরও বলেন, করোনো আক্রান্ত মানুষের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসকও আক্রান্ত হয়েছেন। তারপরও চিকিৎসকরা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতেও নির্মমভাবে চিকিৎসককে হত্যা আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে। আমাদের মনোবল ও আত্মবিশ্বাসে চিড় ধরাবে। তাই দোষীদের দ্রুত বিচার কামনা করি।

দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনলে তাঁরা আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলেও হুশিয়ারি দেন।

ওসমানী হাসপাতালের মিড-লেভেল চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন।

আরসি-০৩