সিলেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


জুন ১৯, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন



সিলেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিলেট মহানগর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরণ মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা আড়াইটার দিকে  রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

তিনি বলেন, মাউন্ট অ্যাডোরো হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে রাগীব রাবেয়া হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মুরণের শ্বাসকষ্ট ছিলো। তবে তার করোনা ছিলো না। তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার এশার নামাজের পর তার জানাজার নামাজ কাজলশাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এনসি/আরসি-০৪