জৈন্তাপুর প্রতিনিধি
জুন ১৯, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২০
০৩:০৮ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে পিডিবি'র 'ভূতুড়ে' বিল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা। অতিরিক্ত বিল আসায় দিশেহারা তারা।
পিডিবি'র গ্রাহক মো. সিদ্দিক মিয়া জানান, তার সিজেড-০৪৪৯৮১৫, পিআরভি একাউন্ট নং-৯২২৪, মিটার নং-১০৩৯১৮১ এর অনুকূলে গতবছরের ডিসেম্বর মাসে বিদ্যুৎ বিল আসে ৭৬৬.২২ টাকা। পরে এ বছরের জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল আসে ২৯.৭৮ টাকা, ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল আসে ৪৭৫৪.০০ টাকা এবং মার্চ মাসে বিদ্যুৎ বিল আসে ২৫৯.০০ টাকা। কিন্তু হাঠাৎ করে গত এপ্রিল মাসে কম্পিউটার প্রিন্টিং কাগজে গ্রাহকের কাছে ৮৪,৮৬২.০০ টাকার বিল প্রেরণ করা হয়।
তিনি এই বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বিল নিয়ে আবাসিক প্রকৌশলীর দপ্তরে বার বার দেখা করতে গেলেও দেখা মিলেনি প্রকৌশলীর। তিনি এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। বিলটি দ্রুত সময়ের মধ্যে সংশোধন করার দাবি জানিয়েছেন মো. সিদ্দিক মিয়া।
এছাড়া অন্যান্য গ্রাহকরা জানান, পিডিবি'র জৈন্তাপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের আওতাভুক্ত গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও প্রতি মাসে ভূতুড়ে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। অনেকেই বাধ্য হয়ে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্নকরণের ভোগান্তি এড়াতে বিল পরিশোধ করছেন।
এ বিষয়ে জানতে জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সজল চাকলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবি'র এক কর্মী বলেন, কোনো কারণে বিলটি ভুল হতে পারে। এর বাইরে তিনি কিছু বলতে পারছেন না।
আরকে/আরআর-০৪