গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ৫ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ বিকেলে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তরা হলেন- ভাদেশ্বর করগাঁও গ্রামের মাহবুবুর রহমান (৫২), বাঘা ইউনিয়নের ছেনাম উদ্দিন (৫৫), পৌরসভার টিকরবাড়ি গ্রামের ইরিনা বেগম (২১), রনকেলী গ্রামের সেলিনা বেগম (৫৫) ও রিমা বেগম (২১)।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে।
এফএম/আরআর-০৫