শাবি প্রতিনিধি
জুন ১৮, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্সটিউশনার কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অয়োজনে অনলাইনে ‘ইউজ অফ টার্নটাইন ফর চেকিং প্লেগারিজম উইথ ইনডিভিজুয়াল ইউজার আইডি’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। এতে বাংলাদেশে প্রথমবারের মতো শাবির শিক্ষকদের ব্যক্তিগত প্লেগারিজম সফটওয়্যার আইডি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার সকালে উক্ত সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, 'গবেষণার গুনগত মান বজায় রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফলের জন্য প্লেগারিজম রোধ করতে হবে। এই আয়োজনের মাধ্যমে সত্যিকার অর্থে গবেষণার দরজা আরেক ধাপ সম্প্রসারিত হলো। সঠিক ও উন্নত গবেষণা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রমকে আগামীতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন উৎসাহিত করবে।'
এ সময় আইকিইএসি'র পরিচালক প্রফেসর ড. আশরাফুল আলমের সভাপতিত্বে রিসোর্চ পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনলাইনে কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে বাংলাদেশে প্রথমবারের মতো শিক্ষকদের ব্যক্তিগত প্লেগারিজম সফটওয়ার আইডি প্রদান করা হয়।
এইচএন/আরআর-১৩