গোলাপগঞ্জে নারীর মৃত্যুর দুইদিন পর করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ১৮, ২০২০
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৬:০৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে নারীর মৃত্যুর দুইদিন পর করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জে সেলিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যুর দুইদিন পর জানা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি গত মঙ্গলবার (১৬ জুন) সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি পৌরসভার উত্তর রনকেলী গ্রামে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৬ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছিল। আজ বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে বৃহস্পতিবার ওই নারীসহ নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত অপর ৪ জন হলেন- ভাদেশ্বর ইউনিয়নের করগাঁও গ্রামের মাহবুবুর রহমান (৫২), বাঘা ইউনিয়নের ছেনাম উদ্দিন (৫৫), পৌরসভার টিকরবাড়ি গ্রামের ইরিনা বেগম (২১) ও রনকেলী গ্রামের রিমা বেগম (২১)।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন।

 

এফএম/আরআর-১৪