জকিগঞ্জে পাথর ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি


জুন ১৮, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন



জকিগঞ্জে পাথর ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

সিলেটের জকিগঞ্জে সুলতান আহমদ সুমন নামের এক পাথর ব্যবসায়ীর উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন ২ লাখ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, হামলায় আহত হয়েছেন সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে পাথর ব্যবসায়ী সুলতান আহমদ সুমন (৩৬)। এ ঘটনায় জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সুলতান আহমদ সুমন কানাইঘাটের লোভাছড়া থেকে ফেরার পথে বিকেল ৩টার দিকে কালিগঞ্জ বাজারে আসার পর প্রতিপক্ষের রুহেল আহমদসহ কয়েকজন লোক তাকে ঘেরাও করে গুম করার চেষ্টা করে। পরে তিনি আত্মরক্ষার্থে দৌড়ে মূল সড়কের পাশে ওয়াহিদ ফার্মেসির সামনে যান। তখন জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখারচক গ্রামের মৃত মাসুক আহমদের ছেলে রুহেল আহমদের নেতৃত্বে কয়েকজন লোক মারধর করে তার সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনা কালিগঞ্জ বাজারের ওয়াহিদ ফার্মেসির সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন সুলতান আহমদ সুমন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তে টাকা লুটের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পূর্ব বিরোধ থেকে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। তদন্তে যতটুকু সত্যতা পাওয়া যাবে, এর উপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ওএফ/আরআর-১৭