জকিগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২০
০৭:১১ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৭:১১ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত রাতে বিরশ্রী ইউনিয়নের আকাকল্যাণ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসেরের নির্দেশনায় এএসআই মখলিছ মিয়া একদল পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন (৪৮) নামের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নিজাম আকাকল্যাণ গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ৭ হাজার টাকা জরিমানাসহ দুই বছরের সশ্রম করাদণ্ডের আদেশ ছিল।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওএফ/আরআর-১৮