শামসুদ্দিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ১৮, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন



শামসুদ্দিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন

সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার (১৮ জুন) পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।

তিনি সিলেট মিররকে বলেন, ‘প্রতিদিন হাসপাতাল থেকে তিন-চারজন করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আজ সকালে ৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এদের মধ্যে চারজন ছিলেন কোভিড-১৯ এ আক্রান্ত এবং একজন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।’  

তিনি আরও বলেন, ‘আজ হাসপাতালে (প্রতিবেদন লেখার আগ পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। একজন রোগীকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনএইচ/এনপি-০৭