শাবি প্রতিনিধি
জুন ১৯, ২০২০
০৪:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২০
০৪:৪১ অপরাহ্ন
আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'কটুক্তি করে' স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মাহিরের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের পক্ষে শাহরিয়ার আবেদীন এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাহিরের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অনলাইনে তাকে নানাভাবে হুমকি-ধমকি প্রদান ও হেনস্তা করা হয়। এতে মাহির নিজের স্ট্যাটাসের জন্য ক্ষমা চান ও দুঃখ প্রকাশ করেন। এর পরও ওই স্ট্যাটাসকে কুরুচিপূর্ণ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে মাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। যেখানে অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল এ ব্যাপারে তাকে রক্ষা করা, কিন্তু তারা কোনোরকম ব্যবস্থা গ্রহণ না করে উল্টো মাহিরের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ মাধ্যমের এক খবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ মন্তব্য করেন, 'এই ছেলের বিরুদ্ধে আরও বিস্তর অভিযোগ রয়েছে। সে কিছুদিন আগে অনলাইন ক্লাস বর্জনের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে।' প্রক্টরের এই কথা স্পষ্ট প্রমাণ করে যে শাবি প্রশাসনের চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক অনলাইন ক্লাসের প্রতিবাদ করায় ওই আন্দোলনকে অনৈতিকভাবে দমন করার উদ্দেশেই প্রতিহিংসামূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। অসঙ্গতিপূর্ণ ও মিথ্যা তথ্যে পরিপূর্ণ এজাহার দেখেই বোঝা যায় মামলাটি কতটা বানোয়াট ও ভিত্তিহীন। এ অবস্থায় এটাই প্রমাণিত হলো যে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক নিপীড়ন ও দমনমূলক। তাদের অধীনে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। আমরা শাবি'র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মাহির চৌধুরীর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহার এবং নিপীড়ন ও হয়রানির প্রধান হাতিয়ার হয়ে ওঠা 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮' বাতিলের দাবি জানাচ্ছি।
এনএইচ/আরআর-১০