লাকড়িতোড়া উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


জুন ১৯, ২০২০
০৫:১৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২০
০৫:১৫ অপরাহ্ন



লাকড়িতোড়া উৎসব সম্পন্ন

সিলেটের হজরত শাহজালাল (র.) মাজারের লাকড়িতোড়া উৎসব সম্পন্ন হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে আজ শুক্রবার (১৯ জুন) বাদ জুমা সীমিত পরিসরে এ উৎসব অনুষ্ঠিত হয়। ভক্ত-অনুরাগী শহরতলীর লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের টিলায় দোয়া ও মিলাদ মাহফিল করেন ভক্তরা-আশেকানরা। পরে লাকড়ি সংগ্রহ করেন তারা।

প্রতি বছর ২৬ শাওয়াল ‘লাকড়ি তোড়া’উৎসব পালন করে আসছেন ভক্ত-অনুরাগীরা। হজরত শাহজালাল (রহ.) এর জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য রক্ষা করে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। সংগ্রহ করে লাকড়ি নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এসব লাকড়ি ওরসের শিরনির রান্নায় ব্যবহার করা হয়। প্রতিবছর ভক্ত-অনুরাগীরা শহরতলীর লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের টিলা থেকে লাকড়ি সংগ্রহ করেন। তবে এবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অল্প সংখ্যক ভক্ত-আশেকান এ উৎসবে অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, ‘আমরা খুবই সীমিত আকারে উৎসবটি পালন করেছি। আগে কোনো প্রচারণা চালাইনি। কাউকে দাওয়াত দেইনি। তবে কিছু মানুষ নিজেদের উদ্যোগেই লাকড়ি নিয়ে মাজারে হাজির হয়েছেন।’

এনসি/এনপি-০২