সিলেট জেলায় শনাক্ত ৬১

নিজস্ব প্রতিবেদক


জুন ২০, ২০২০
০৮:০০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



সিলেট জেলায় শনাক্ত ৬১
তিন চিকিৎসক আক্রান্ত

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০১ জনে দাঁড়ালো। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে তিন চিকিৎসক রয়েছেন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৫ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৭৯০ জন, হবিগঞ্জের ২৬৫ জন ও মৌলভীবাজারের ২২৯ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৬৩৮ জন।  

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।

এনসি/এনপি-০৬