নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আজ শুক্রবার (১৯ জুন) পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালের একজন চিকিৎসক আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।
তিনি সিলেট মিররকে বলেন, ‘আজ হাসপাতাল থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের আজ সকালে সুস্থ ঘোষণা করা হয়েছে। সুস্থ হওয়াদের মধ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের একজন শিক্ষার্থী আছেন। এছাড়া নগরের আরও দুইজন আছেন।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বা করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।’
এনএইচ/এনপি-০৭