বিয়ানীবাজার প্রতিনিধি
জুন ২০, ২০২০
০৫:১০ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৫:১০ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপার এলাকায় এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (২০ জুন) সকালে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ওই বৃদ্ধের নাম রাইব উদ্দীন (৬০)। তিনি পশ্চিমপার গ্রামের মৃত কুটু মিয়ার পুত্র। তিনি দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
স্থানীয়রা জানান, স্বজনরা সকালে বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এসএ/আরআর-০৬