নতুন সদস্য নেবে বিশ্বনাথ প্রেসক্লাব

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ২০, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন



নতুন সদস্য নেবে বিশ্বনাথ প্রেসক্লাব

সামাজিক দূরত্ব বজায় রেখে আজ শনিবার (২০ জুন) দুপুরে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সভা উপজেলা শহরের পুরানবাজারস্থ আল-আকছা মাকের্টর ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুর রহমান ও জামাল মিয়া।

সভায় আগামী ৩০ জুনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ, করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে এলে প্রেসক্লাবের নতুন কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

প্রেসক্লাবের নতুন সদস্য হতে কমপক্ষে এসএসসি পাস (সার্টিফিকেট), প্রিণ্ট পত্রিকার আইডি কার্ড, নিয়োগপত্রসহ ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 

এমএ/আরআর-০৮