২৫ নমুনায় চারজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ২০, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৭:১৭ পূর্বাহ্ন



২৫ নমুনায় চারজনের করোনা শনাক্ত

সিলেট ও সুনামগঞ্জের ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (২০ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। 

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের তিনজনের বাড়ি সুনামগঞ্জে ও একজনের বাড়ি সিলেট জেলায়।

সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শনিবার সুনামগঞ্জ থেকে ২৩টি ও সিলেট থেকে ২টি নমুনা পাঠানো হয় শাবির ল্যাবে। আগের কোনো নমুনা জমা না থাকায় এদিন ২৫টির বেশি নমুনা পরীক্ষা করা যায়নি।

প্রসঙ্গত, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৯৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৬৮৯ জন, সুনামগঞ্জে ৭৮৮ জন, হবিগঞ্জে ২৭৬ জন ও মৌলভীবাজারে ২৩৭ জন।  

সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ৬৫৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৯ জন, সুনামগঞ্জে ১৭৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৬ জন।  এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জের চারজন । 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ১৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ৩ জন। 

এনসি/এনপি-০৪