আইসিইউ থেকে কেবিনে সাংসদ মোকাব্বির খাঁন

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ২০, ২০২০
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৭:০৩ অপরাহ্ন



আইসিইউ থেকে কেবিনে সাংসদ মোকাব্বির খাঁন

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আজ শনিবার (২০ জুন) দুপুরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ার পথে আছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া।

উল্লেখ্য, মোকাব্বির খাঁন গত ১৫ জুন শ্বাসকষ্টজনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাঁর করোনা আছে কি না জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

এমএ/আরআর-১১