সিলেটে সুস্থতার হার কম, মৃত্যু বেশি

নিজস্ব প্রতিবেদক


জুন ২০, ২০২০
০৭:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৯:৫০ পূর্বাহ্ন



সিলেটে সুস্থতার হার কম, মৃত্যু বেশি

সিলেট বিভাগে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহামারী করোনা ভাইরাস। প্রতিদিনই সিলেটে প্রায় শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হচ্ছে। তবে সেই তুলনায় সুস্থতার হার বাড়ছে না। সারাদেশে যেখানে ৪০ শতাংশ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন, সেখানে সিলেটে মাত্র ২২ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। পুরো দেশের তুলনায় সিলেটে করোনায় মৃত্যুর হারও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে আজ শনিবার (২০ জুন) দুপুর পর্যন্ত দেশে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, সিলেট বিভাগে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৫৮ জন। সিলেটে সুস্থতার হার ২২ দশমিক ৩ শতাংশ।

এদিকে, সারাদেশে করোনা ভাইরাসে মোট ১ হাজার ৪২৫ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল ও স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ৬৫৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৯ জন, সুনামগঞ্জে ১৭৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৬ জন।  এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জের চারজন । 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ১৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ৩ জন। 

এনসি/এনপি-০৫