সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
করোনাক্রান্ত হয়ে নিজ বাসায় হোম আইসোলেশনে থাকা চৌকিদেখী জামে মসজিদের মুয়াযযিন মাওলানা মো. আব্দুল্লাহর পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া অসুস্থ সিলেট মহানগর বিএনপির পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরীর পাশেও দাড়িঁয়েছেন তিনি।
আজ শনিবার (২০ জুন) বিকেলে পৃথক সময়ে দুইজনের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় তাদের জন্য তিনি ও মহানগর বিএনপির প্রতিনিধি দল মৌসুমী ফল উপহার দিয়ে আসেন।
এসময় নেতৃবৃন্দ অসুস্থ বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরীর সুস্থতা এবং করোনাক্রান্ত মুয়াযযিন মাওলানা আব্দুল্লাহসহ করোনাক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন ও ইফতেখার হোসেন চৌধুরী সানি প্রমুখ।
আরসি-১৩