সার্জেন্ট শাওন করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২০
০৬:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন



সার্জেন্ট শাওন করোনা আক্রান্ত

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সার্জেন্ট আবু বক্কর শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাকালে দ্রুত সেবা দিতে এসএমপির কমিশনারের গঠিত ‘কুইক রেসপন্স টিম’-এর সঙ্গে কাজ করছিলেন তিনি। 

আজ রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি সিলেট মিররকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সার্জেন্ট শাওন। 

তিনি জানান, জ্বরসহ করোনার কিছু লক্ষণ দেখা দেওয়ায় গত ৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ১৯ জুন নমুনা পরীক্ষা হয়। আজ পাওয়া ফলাফলে দেখা গেছে তার করোনা পজেটিভ।

তিনি বলেন, ‘শুরুতে কিছু উপসর্গ থাকলেও এখন আমি পুরোপুরি সুস্থবোধ করছি। এখন আমার কোনো উপসর্গ নেই।’

 

এএফ/০৩