সিলেটে ৮ দিনে শনাক্ত আরও এক হাজার, মোট ৩১৬৩

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০১:২০ অপরাহ্ন



সিলেটে ৮ দিনে শনাক্ত আরও এক হাজার, মোট ৩১৬৩

সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। গত আট দিনে সিলেটে আরও ১০২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ১৩ জুন সকালে আক্রান্তের সংখ্যা ছিল ২১৪৩ জন এবং ২০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬৩ জনে।

সংক্রমন ঠেকাতে বিভিন্ন জেলায় বেশি আক্রান্ত এলাকাগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ৫ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আজ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৬৩ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০০ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৬৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ রবিবার (২১ জুন) সকাল পর্যন্ত ৩১৬৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৬৮ জন, সুনামগঞ্জে ৭৮৮ জন, হবিগঞ্জে ৩৪২ জন ও মৌলভীবাজারে ২৬৫ জন। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২০০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৮ জন ও মৌলভীবাজারে ৬ জন। 

সিলেট বিভাগে আজ রবিবার সকাল পর্যন্ত ৬৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪২ জন, সুনামগঞ্জে ১৯১ জন, হবিগঞ্জে ১৬৬ জন ও মৌলভীবাজারে ৯৪ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন । 

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘন্টায় নতুন করে সিলেট বিভাগের আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের একজনের মৃত্যু হয়েছে।'

এনএইচ/বিএ-০৯