কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুন ২১, ২০২০
০৬:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৬:৫২ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। 

তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

কেএ/বিএ-০৯