গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২১, ২০২০
০৭:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৭:৩৬ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে দুইজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। রবিবার ২১ জুন দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই পাঁচ জনের নমুনা গত ৮ ও ৯ জুন সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আক্রান্তরা হলেন, ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের এক মহিলা (৩০), বাঘা ইউপির ৮২ বছরের এক বৃদ্ধ, পৌরসভার রনকেলী নুরপাড়ার ২১ বছর বয়সী এক যুবক এবং পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখা এবং সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার দুই কর্মকর্তা। এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন ও ৩ জন মারা গেছেন।
এফএমএ/বিএ-১৩