সুস্থ হয়ে বাসায় ফিরলেন সাংসদ মোকাব্বির

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ২১, ২০২০
১২:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
১২:২৪ অপরাহ্ন



সুস্থ হয়ে বাসায় ফিরলেন সাংসদ মোকাব্বির

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন করোনামুক্ত হয়েছেন। আজ রবিবার (২১ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে তিনি ঢাকার বাসায় ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া। তিনি বলেন, বর্তমানে তিনি ঢাকার বাসায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন।

জানা গেছে, সাংসদ মোকাব্বির খাঁন শ্বাসকষ্ট অনুভব করায় গত ১৫ জুন সিএমএইচে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনাভাইরাস আছে কি না তা জানার জন্য নমুনা নেওয়া হয়। পরদিন (১৬ জুন) নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। গতকাল শনিবার (২০ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ থেকে তাঁকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। অবশেষে আজ রবিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে তিনি বাসায় ফিরে যান।

এদিকে সাংসদের করোনা পজিটিভ আসার খবর তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলায় ছড়িয়ে পড়লে এলাকার সর্বত্র আতঙ্ক নেমে আসে। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংসদ মোকাব্বির খান তাঁর করোনামুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে জানান সাংসদের ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া।

 

এমএ/আরআর-০৪