বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২১, ২০২০
০২:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০২:২৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (২১ জুন) পাওয়া রিপোর্টে ওই দু’জনের করোনা শনাক্ত হয়। এর আগে করোনার উপসর্গ নিয়ে গত ৮ জুন নমুনা দিয়েছিলেন তারা।
আক্রান্তদের মধ্যে একজন উপজেলা সদরে অবস্থিত উত্তরা ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক ও অপরজন উপজেলার ভোগশাইল গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, নতুন করে আরও দু’জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আমরা আজ রবিবার পেয়েছি। ওই দু'জনসহ উপজেলায় এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৮ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ জন।
এমএ/আরআর-১১