সিলেট বিভাগে একদিনে শনাক্ত ১৭৭ জন

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২০
০২:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০২:৫২ অপরাহ্ন



সিলেট বিভাগে একদিনে শনাক্ত ১৭৭ জন

সিলেট বিভাগে গতকাল শনিবার (২০ জুন) একদিনে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও ঢাকার একটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার শনাক্ত ১৭৭ জনের মধ্যে সিলেট জেলার ৮০ জন, হবিগঞ্জের ৬৬ জন, মৌলভীবাজারের ২৮ জন ও সুনামগঞ্জের ৩ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, গতকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলার ১৭ জন ও হবিগঞ্জের ১৫ জন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে গতকাল শনিবার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের তিনজনের বাড়ি সুনামগঞ্জে ও একজনের বাড়ি সিলেট জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল শনিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে সিলেটের ৬২ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও হবিগঞ্জের ৬৯ জনের করোনা পজেটিভ হওয়ার রিপোর্ট এসেছিল। তবে কিছু ব্যক্তির দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় তাদের নতুন শনাক্তের তালিকায় রাখা হয়নি।

এনসি/এনপি-০৩