সিলেট মিরর ডেস্ক
জুন ২১, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু শাহাদৎ হোসেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার বিষয় ছিল ‘ASSESSMENT OF SWEETPOTATO GENOTYPES FOR HIGHER YIELD AND NUTRITION IN PIEDMONT SOIL’।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু শাহাদৎ মিষ্টিআলুর স্থানীয় জার্মপ্লাজম উন্নয়নের লক্ষ্যে ৪টি জার্মপ্লাজম সিলেট অঞ্চল হতে সংগ্রহ করে দেশের বাহিরের ৪টি জার্মপ্লাজম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ১টি উন্নত মিষ্টিআলুর জাতের সাথে ২০১৫-২০১৮ সময়ের মধ্যে সিলেট জেলার পাহাড়ী এলাকার তিনটি মৃত্তিকা সিরিজে কিছু নির্ণয়ক যেমন- বাহ্যিক অঙ্গসংস্থানিক ও শারীরতাত্বিক বৈশিষ্ট, ফলন, পুষ্টিমান, স্বাদ-ঘ্রাণ, রোপন সময় এবং খরচ-সাশ্রয়ীতার ভিত্তিতে মূল্যায়ন করেছেন।
গবেষণায় কম খরচে অধিক ফলন পাওয়া যায় এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন। উক্ত জার্মপ্লাজম চারটি দেশের অন্যান্য এলাকায় আঞ্চলিক ফলন পরীক্ষা সম্পন্নের ভিত্তিতে জাত হিসেবে অবমুক্ত করার সুযোগ সৃষ্টি করা গেলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দেশ এগিয়ে যাবে।
একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম (তত্বাবধায়ক), প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া (কো-তত্বাবধায়ক) এবং প্রফেসর মোহাম্মদ মেহেদী হাসান খান (সদস্য, পিএইচ.ডি সুপারভাইজরি কমিটি) তার গবেষণা কার্যক্রম তত্বাবধান করেন।
মো. আবু শাহাদৎ হোসেন ১৯৭৫ সনের ১৫ জুলাই গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্ভূক্ত যাদুর তাইড় গ্রামে মাতা- আমেনা বেগম এবং পিতা- মো. খলিলুর রহমান আকন্দ এর পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
আরসি-০৯