নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২০
০৫:১০ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৬:২১ অপরাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আজ রবিবার (২১ জুন) ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫৩ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১২ জন ও সুনামগঞ্জের একজন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হলো। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৬৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪২ জন, সুনামগঞ্জে ১৯১ জন, হবিগঞ্জে ১৬৬ জন ও মৌলভীবাজারে ৯৪ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে চারজন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।
এনসি/এনপি-১১