গোলাপগঞ্জে নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২১, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন



গোলাপগঞ্জে নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জে  নতুন করে আরও ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (২১ জুন রাত) সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এই ৮ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তার রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রন্তরা হলেন, বুধবারিবাজার ইউপির বাগিরঘাট গ্রামের তিনজন, ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ এলাকার একজন, পশ্চিম ভাগ এলাকার দুইজন এবং লক্ষিপাশা ইউনিয়নের দুইজন। 

এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন ও ৩ জন মারা গেছেন।

এফএম/বিএ-০২