হবিগঞ্জ ও মৌলভীবাজারের ‘রেড জোনে’ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২০
০৭:২২ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৮:০৩ অপরাহ্ন



হবিগঞ্জ ও মৌলভীবাজারের ‘রেড জোনে’ ছুটি ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার মধ্যরাতে ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

করোনাভাইরাস সংক্রমণের অধিক ঝুঁকি প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে পরবর্তি ২১ দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রূপশপুর, সবুজবাগ, মুসলিবাগ, লালবাগ, বিরাইমপুর, শ্রীমঙ্গল পৌরসভা কালীঘাট ও শ্যামলী এলাকা,  কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিরপুর ইউনিয়নের মনসুর ও কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকায় ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এছাড়া হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাহাটা, রানীঘাট,  চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জের সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকা ৯ জুলাই পর্যন্ত ছুটি ঘোষনা করা হয়েছে।

এনসি/বিএ-০৩