নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার (২১ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়।
বিষয়টি সিলেট মিররকে এটিএম ফয়েজ নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১৯ জুন) নমুনা দিয়েছিলাম। রবিবার রাত সাড়ে ১১ টায় ফোন করে তারা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
তিনি জানান, তার সহধর্মিণী সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজও নমুনা দিয়েছিলেন। কিন্তু তার নেগেটিভ এসেছে।
তিনি আরও জানান, গত ৯ দিন ধরে জ্বর, কাশি এবং শরীরে অনেক ব্যথা অনুভব করছিলেন। বর্তমানে এটিএম ফয়েজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
আরসি/বিএ-০৫