নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২০
০৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
০৮:৪৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সংক্রমন ঠেকাতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েকটি রেডজোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত ৩ হাজার ২৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১ হাজার ৮১৪ জন, সুনামগঞ্জে ৭৯৫ জন, হবিগঞ্জে ৩৭২ জন ও মৌলভীবাজারে ২৮৪ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ৩৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৮৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪১ জন ও মৌলভীবাজারে ৮ জন।
সিলেট বিভাগে আজ সোমবার সকাল পর্যন্ত ৭২৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪৪ জন, সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জে ১৭০ জন ও মৌলভীবাজারে ১১৮ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৩১ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৮ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৫ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে পাঁচজন ।
সার্বিক বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'ওসমানী মেডিকেল কলেজ, শাবিপ্রবির ল্যাব ও ঢাকার দুইটি ল্যাবে সিলেটের করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এসব জায়গা থেকে প্রতিদিনই নতুন করোনা শনাক্তদের রিপোর্ট আসে আমাদের কাছে। তবে নানান জটিলতার কারণে প্রতিদিন আসা সকল রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো সম্ভব হয়না।'
তিনি বলেন, 'সবশেষে গতকাল রবিবার সিলেট বিভাগের চার জেলার ১৪২ জনের করোনা শনাক্ত হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে ১০২ জনের তথ্য। এর মধ্যে দুই-একদিন আগে আসা রিপোর্টও আছে। বাকীগুলো পরে পাঠানো হবে।'
এনএইচ/বিএ-১৩