জৈন্তাপুর প্রতিনিধি
জুন ২২, ২০২০
১১:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
১১:৪০ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২২ জুন) জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে ওই গ্রামের মো. এমদাদুলের ছেলে মাসুক আহমদ (১৭) বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
মৃত্যুর বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান। তিনি বলেন, সামান্য টাকা বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে সঠিক ব্যক্তির মাধ্যমে বৈদ্যুতিক কাজ করানোর অনুরোধ জানাচ্ছি।
ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
পরে এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে কিশোরের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
আরকে/আরআর-০৬