নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২০
১২:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
০৩:০১ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (২৩ জুন)। ১৯৪৯ সালের এইদিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয় দলটি। এরপর থেকে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে দলটি। তবে মহামারি করোনা ভাইরাসের কারণে এবার সারাদেশের মতো সিলেটেও সীমিত পরিসরেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে দলটিকে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মিররকে বলেন, বর্তমান পরিস্থিতে আমাদের পক্ষ থেকে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা পরিষদ প্রাঙনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৪ টায় ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি সিলেট মিররকে বলেন, ‘কাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে মহানগর আওয়ামী লীগ। এছাড়া মহানগর আওয়ামী লীগের অধীনে থাকা থাকা ২৭টি ওয়ার্ড কমিটিকে আলাদাভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।’
জানা যায়, এবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৬টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকাল ৯টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কয়েকজন সিনিয়র সদস্য। বিকেলে কেন্দ্রীয় কার্যলয়ে উপস্থিত নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এনসি/বিএ-১৯