প্রধানমন্ত্রীর দেওয়া বাইসাইকেল পেল ওসমানীনগরের ৩০ শিক্ষার্থী

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২২, ২০২০
১২:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
১২:১৩ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর দেওয়া বাইসাইকেল পেল ওসমানীনগরের ৩০ শিক্ষার্থী

সিলেটের ওসমানীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দলিত সম্প্রদায়ের ৩০জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। তার মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র রয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য এই সাইকেল প্রদান করা হয়েছে। 

সাইকেল প্রদানকালে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রনজিৎ চৌধুরী, ছানা উল্যা, আনোয়ার হোসেন আনা প্রমুখ।

শিক্ষার্থীরা নতুন সাইকেল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে মনোযোগের সাথে লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

ইউডি/এনপি-০১