জৈন্তাপুর প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০২:৪২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০২:৪২ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গিল এলাকায় টমটম ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে টমটমটি মোটর সাইকেলের ওপর উঠে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সেলিম আহমদ (২৮) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
আহতরা হলন, লিটন (৩০), আল আমিন (২০) ও লিগেল (৩১)। তাদের ঠিকানা জানা যায়নি। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেছি এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরকে/এনপি-১০