সিলেটে শনাক্ত ৪১

নিজস্ব প্রতিবেদক


জুন ২২, ২০২০
০৩:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৪:৩৪ অপরাহ্ন



সিলেটে শনাক্ত ৪১

সিলেট জেলায় ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি।

এ নিয়ে সিলেট জেলায় মোট ১ হাজার ৮৫৫ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। সুস্থ হয়েছেন ২৪৪ জন। 

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯১ জনের। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৮২৬ জন, হবিগঞ্জের ৪১৩ জন ও মৌলভীবাজারের ২৯৭ জন রয়েছেন। 

বিভাগজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। এরমধ্যে মৌলভীবাজারের চারজন, হবিগঞ্জের পাঁচজন ও সুনামগঞ্জের চারজন রয়েছেন। এছাড়া আজ সোমবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়। 

আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ‍সুস্থ হয়েছেন ৭২৪ জন। এর মধ্যে সুনামগঞ্জের ১৯২ জন, হবিগঞ্জের ১৭০ জন ও মৌলভীবাজারের ১১৮ জন।  

এনসি/এনপি-১৭