নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২০
০৪:১২ অপরাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
০৪:৩২ অপরাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়। তিনি নগরের শামীমাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। একইদিন সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ সুনামগঞ্জের লালন মিয়া (৩৮) মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চয়ন রায়। তিনি সিলেট মিররকে বলেন, 'হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সিলেট নগরের শামীমাবাদ এলাকার একজনের মৃত্যু হয়েছে। মৃতের বয়স ৭০ বছর। তিনি আজ বিকেলেই ভর্তি হয়েছিলেন।'
তিনি আরও বলেন, 'মৃতের পরিবার রাজি না থাকায় আমরা নমুনা সংগ্রহ করতে পারিনি। তারা স্বাস্থ্যবিধি মেনে দাফন করবেন বলে লাশ নিয়ে গেছেন।’
এনসি/এনপি-১৮