ওসমানীনগরে একটি পরিবারকে হয়রানির অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২২, ২০২০
০৪:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৪:৫১ অপরাহ্ন



ওসমানীনগরে একটি পরিবারকে হয়রানির অভিযোগ

ফেসবুকে একাধিক ভূয়া আইডি খুলে সিলেটের ওসমানীনগরের একটি পরিবারকে নানাভাবে হয়রানি ও বিভ্রান্ত করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত পরিবারের মান-সম্মান ভূলুন্ঠিতসহ এলাকার একাধিক বিশিষ্টজনকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 

জানা যায়, বালাগঞ্জে ইছাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও বর্তমানে ওসমানীনগরের গোয়ালাবাজার গদিয়ারচর রোডের জুনেদ ভিলায় বসবাসকারী প্রবাসী আনছার মিয়ার পরিবার ‍এমন হয়রানির শিকার হয়েছে। ওই পরিবারের নাইমা বেগম (১৮) সোমবার (২২ জুন) বিকেলে ওসমানীনগর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমরা বেশ কয়েকবছর ধরে স্থানীয় ঠিকানায় বসবাস করে আসছি। আমার পিতা আনছার মিয়া মধ্যপ্রাচ্য প্রবাসী। গত ২০১৯ সালের আগস্টে নাইমা বেগম, মাহিয়া বেগম ও নুসরাত জাহান আয়শা নামীয় ভুয়া ফেসবুক আইডি থেকে কে বা কারা আমার ছবির সঙ্গে স্থানীয় গোয়ালাবাজারের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকের ছবি জড়িয়ে অশালীন পোস্ট করে। এ ঘটনায় পুলিশ আমিসহ তামান্না নামীয় আমাদের বাসার এক ভাড়াটেকে আটক করে। আটকের পর সাইবার আইনে চেয়ারম্যানের দায়েরকৃত মামলায় আমাদের বেশ কয়েকদিন জেল হাজতে থাকতে হয়।

পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে জানতে পারি, মালয়েশিয়া প্রবাসী ছাতক থানার বুড়াইগাঁওয়ের আওয়াজ মিয়ার ছেলে শাহিন মিয়া নিমা বেগম নামীয় আইডিসহ একাধিক ফেসবুক আইডি খুলে এসব আপত্তিকর পোস্ট আপলোড করে যাচ্ছে। আমি জেল থেকে জামিনে বেরিয়ে আসার পর উক্ত শাহিন মিয়ার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 

পরবর্তীতে আবারও nima leone, mohona lutfa নামীয় ফেইসবুক আইডিসহ একাধিক আইডির মাধ্যমে আমিসহ আমার মা-বোনদের ছবি ব্যবহার করে গোয়ালাবাজার ইউপির বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক স্বনামধন্য ব্যক্তিত্বদের নামে অশালীন মন্তব্য করে যাচ্ছে। এসব অশ্লীল পোস্টের কারণে আমার পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ অনেকের মান-সম্মান ক্ষুন্ন হচ্ছে।

এদিকে আমার পিতার কোনো অসুখ না থাকা সত্ত্বেও গত ৩০ মার্চ তার ছবি ব্যবহার করে mohona lutfa নামক ফেসবুক আইডি থেকে আমার পিতা আনছার আলীকে করোনা আক্রান্ত বলে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া কামনা করা হয়। এভাবে প্রতিনিয়ত এসব আইডি থেকে আমিসহ পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম ব্যবহার করে একের পর এক অপত্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এ বিষয়ে আমার পিতাসহ অন্যরা বার বার থানা পুলিশের স্মরণাপন্ন হয়েও কোমো প্রতিকার পাচ্ছেন না। এসব অপকর্মের মূল হোতা কিংবা তার সহযোগীদের আইনের আওতায় নিয়ে না আসায় আমিসহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মান-সম্মান ভুলুন্ঠিত হচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন মহলের কাছে আবেদন করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নাইমা বেগমের বাবা আনছার মিয়া, মা শাহানারা বেগম, গোয়াবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসবী কমরু মিয়া, আতিকুল আলম প্রমুখ।

 

ইউডি/আরআর-০৮