গোলাপগঞ্জে আরও একজন করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২২, ২০২০
০৪:৫৭ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন



গোলাপগঞ্জে আরও একজন করোনা রোগী শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জে আব্দুল মজিদ (৩০) নামের আরও ১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তিনি পৌরসভার উত্তরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

আজ সোমবার (২২ জুন) রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ সোমবার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন ও মারা গেছেন ৩ জন।

 

এফএম/আরআর-০৯