বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা ও মহানগর আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা ও মহানগর আ.লীগের শ্রদ্ধা

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮ টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট মহানগর আওয়ামী লীগ। আর সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। 

সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, জগদীশ চন্দ্র দাস, শামসুল ইসলাম প্রমুখ।

আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুতফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মিররকে বলেন, বর্তমান পরিস্থিতে আমাদের পক্ষ থেকে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। মঙ্গলবার  বিকেল ৪ টায় ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এনসি/বিএ-০৫