বিশ্বনাথে করোনার নমুনা সংগ্রহে স্থাপন করা হবে দুটি বুথ

বিশ্বনাথ প্রতিনিধি


জুন ২৩, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন



বিশ্বনাথে করোনার নমুনা সংগ্রহে স্থাপন করা হবে দুটি বুথ
প্রবাসীদের উদ্যোগ

ছবি : এইচ এম শহীদুল ইসলাম

সিলেটের বিশ্বনাথ উপজেলার নাগরিকদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহে ২টি স্থানে বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছেন প্রবাসীরা। অল্প কিছু দিনের মধ্যে এ বুথগুলোতে মহামারি করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হবে। নমুনা সংগ্রহের বুথ স্থাপনে প্রশাসনিক সিদ্ধান্তও পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন জানান, প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ উপজেলাবাসীর জন্য প্রবাস ভিত্তিক দুটি সংস্থা এ দুটি বুথ স্থাপনের জন্য অর্থ প্রদান করেছেন এবং বুথ দুটি নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই বুথ দুটি স্থাপন করা হবে। ১টি বুথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরটি বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হবে বলে জানান জামাল উদ্দিন। বুথ নির্মাণের জন্য প্রশাসিক সিদ্ধান্ত পাওয়া গেছে বলেও জানান তিনি।   

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা জানান, এর আগে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছিল। বুথ নির্মাণ করা হলে জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত রোগীদের পরীক্ষার জন্য সহজেই নমুনা সংগ্রহ করে দ্রুততার সঙ্গে ল্যাবে পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার অনেককেই করোনা পরীক্ষার বুথ নির্মাণের জন্য অবহিত করা হয়েছিল। এতে এলাকার প্রবাস ভিত্তিক দুটি সংস্থা উপজেলায় দুটি বুথ নির্মাণ করার আশ্বাস প্রদান করেছেন। আশাকরি অচিরেই এ দুটি বুথ তাদের অর্থায়নে নির্মাণ করা হবে। বুথ নির্মাণ হলে সহজেই করোনার নমুনা সংগ্রহ করা যাবে।

এমএএস/বিএ-১৩