সিলেটে বেড়েছে সবজি, মাছ-মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২০
১২:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
১২:২৯ অপরাহ্ন



সিলেটে বেড়েছে সবজি, মাছ-মাংসের দাম

সিলেটের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ ও মাংস। করোনাভাইরাসের প্রভাবে সরবরাহ ও উৎপাদন কম থাকার অজুহাতে এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা। তবে অন্যান্য পণ্যের দাম বাড়লেও কমছে পেঁয়াজ-রসুনের দাম। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সিলেট নগরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ৪০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। প্রতি কেজি করলা ৪৫ টাকা, কাকরোল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, বেগুন ৫০ টাকা, শশা ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকা ও পটল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতিটি জালি কুমড়া আকারভেদে ৩০ টাকা থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করা শফিক মিয়া বলেন, ‘জমিতে এখন সবজি শেষ পর্যায়ে। করোনাভাইরাসের কারণে পরিবহন ও শ্রমিক খরচও বেড়েছে। তাই সব সবজির দামই কিছুটা বেশি।’ 

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সরবরাহ কম। প্রতি কেজি রুই আকারভেদে ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, পাবদা ৪শ টাকা থেকে ৫শ টাকা, পাঙাস ১৩০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, শিং ৩শ, চিংড়ি (গলদা) ও টেংরা ৫শ টাকা থেকে ৬শ টাকা ও কৈ ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫২০ টাকা থেকে ৫৪০ টাকা ও ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে, কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ২২ টাকা থেকে ২৫ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ২৫ টাকা থেকে ২৮ টাকায়। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়। এছাড়া আদা ১৫০ টাকা, চিনি ৬০ টাকা থেকে ৬৫ টাকা ও প্রতি হালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকায়। হাঁসের ডিম প্রতি হালি ৪০ টাকা। 

এনসি/এনপি-০২