দক্ষিণ সুরমায় সংঘর্ষে নিহত ১, আটক ১১

নিজস্ব প্রতিবেদক


জুন ২৪, ২০২০
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০২:০২ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় সংঘর্ষে নিহত ১, আটক ১১

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, জমির সীমানা নিয়ে স্থানীয় সৈদুর রহমান ও মানিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকাল ১০টায় তাদের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দুই পক্ষের ২০ জন আহত হয়। এর মধ্যে চেরাগ আলী (৫২) নামে একজন গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৩টায় হাসপাতালেই তার মৃত্যু হয়। 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে দুই পক্ষের ১১ জনকে আটক করা হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এনসি/এনপি-০৪