বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০১:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০১:৫০ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী রানা দাশগুপ্ত, তাঁর স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানসহ মানবজাতির মুক্তি ও কল্যাণ কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শ্রীশ্রী শনি মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বের সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন মন্দিরের পুরোহিত রঞ্জিত ভট্টাচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য'র পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে।
এ সময় সংগঠক রিপন দাস, বিজয় দে, বাদল দে, অমিত দে, অজিত দে, বিজয় চন্দ্র দে, বিভাস দে, বিজন দাস, পিন্টু দে প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ/আরআর-০৮