নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২০
০৫:৪৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০৬:১২ অপরাহ্ন
সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৩ জন, জৈন্তাপুরে ২ জন, গোয়াইনঘাটে ৫ জন, ওসমানীনগরে ৪ জন, বালাগঞ্জে ২ জন, জকিগঞ্জে ১ জন, গোলাপগঞ্জ উপজেলায় ১ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় মোট ১ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হলো। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৫৭০ জনকে।
এনসি/এনপি-০৬