নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলায় পৃথক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে জমির সীমানা নিয়ে স্থানীয় সৈদুর রহমান ও মানিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ১০টায় তাদের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের ২০ জন আহত হয়। এর মধ্যে চেরাগ আলী (৫২) নামে একজন গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৩টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে দুই পক্ষের ১১ জনকে আটক করা হয়।
এদিকে, মঙ্গলবার বিকেলে বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার মনুকুপা গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মখলিছ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মঙ্গলবার রাতে ওয়ারিছ আলী (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ‘দীর্ঘদিন ধরে দুইপক্ষের বিরোধ চলে আসছে। এর জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।’
এনসি/এনপি-০১